মালয়েশিয়ার ১৭তম রাজা সুলতান ইব্রাহিম।

বিলেতের আয়না ডেক্স :- মালয়েশিয়ার ১৭তম রাজা সুলতান ইব্রাহিম।
মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ইব্রাহিম। দেশটির ১৬তম রাজা আল-সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের স্থলাভিষিক্ত হন তিনি। খবর রয়টার্সের।
বুধবার রাজধানী কুয়ালালামপুরে ন্যাশনাল প্রাসাদে একটি অনুষ্ঠানে শপথ নিয়েছেন ৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম।
রয়টার্সের প্রতিবদনে বলা হয়, মালয়েশিয়ায় এক ধরনের ব্যতিক্রমী রাজতন্ত্র চালু আছে। দেশটির ৯টি প্রদেশে এক একটি প্রাচীন রাজ পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজা।
যদিও মালয়েশিয়ায় রাজারা শুধুমাত্র আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকার কারণে রাজার ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:  জ্বালাও-পোড়াও যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে --প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top