দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঅবাধ ও সুষ্ঠু হয়েছে মনে করে না যুক্তরাষ্ট্র –: মুখপাত্র।

বিলেতের আয়না ডেক্স :- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঅবাধ ও সুষ্ঠু হয়েছে মনে করে না যুক্তরাষ্ট্র –: মুখপাত্র।
বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মার্কিন সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। যে কোনো দেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে মার্কিন পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের গণতান্ত্রিক নীতির বিকাশে সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততা অব্যাহত থাকবে। পাশাপাশি বিরোধী দল, গণমাধ্যম, সুশীল সমাজসহ সবার অংশগ্রহণ নিশ্চিতের ওপর গুরুত্ব দেন মার্কিন মুখপাত্র। নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেন মিলার। একই সঙ্গে বলেন, বন্দিদের ব্যাপারে সুষ্ঠু ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা।
নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে কানাডার প্রকাশিত সন্দেহের বিষয়টি উঠে আসে সংবাদকর্মীদের প্রশ্নে। তা সরাসরি এড়িয়ে যান মিলার। বলেন, কানাডার অনুসন্ধান নিয়ে কিছু বলার নেই। সেটা তাদের বিষয়।

আরও পড়ুন:  বঙ্গবন্ধু কৃষিবিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন-

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top