বিলেতেৱ আয়না ডেক্স :- বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার নাহিদা বর্ষসেরা হয়েছে ।
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার নাহিদা হয়েছে হিসেবে আইসিসির মাসসেরা পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। এবার সংস্থাটির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগ্রেস অলরাউন্ডার।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) পুরুষদের পাশাপাশি নারীদের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। ২০২৩ সালে ওয়ানডেতে নারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (২০ উইকেট) শিকারি ছিলেন নাহিদা আক্তার।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে নারী দলের একাদশে রাজত্ব করেছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫ জন অজি ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। এছাড়া দুজন নিউজিল্যান্ডের, এবং শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার একাদশে জায়গা পেয়েছেন।
২০২৩ সালে ওয়ানডেতে ২০ উইকেট শিকার করেন নাহিদা। ঘরের মাঠে পাকিস্তানকে হারানোর সিরিজ ৭ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে দুই উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন নাহিদা। তৃতীয় ও শেষ ম্যাচেও ৩টি উইকেট শিকার করেছিলেন এই টাইগ্রেস অলরাউন্ডার। বাংলাদেশও সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। ভারতের বিপক্ষে ৬টি উইকেট নিয়েছিলেন নাহিদা।