নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান।

বিলেতের আয়না ডেক্স :- নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান।
‘সোরাইয়া’ নামের নতুন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শনিবার জানিয়েছে, সোরাইয়া নামের স্যাটেলাইটটি ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে পৌঁছেছে। এর মধ্যদিয়ে ইরান মহাকাশে ক্ষেপণাস্ত্র পাঠানোর ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করলো।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি কায়েম-ওয়ান হান্ড্রেড স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে সোরাইয়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করা হয়েছে।
কায়েম-ওয়ান হান্ড্রেড হচ্ছে ইরানের প্রথম তিন ধাপের সলিড ফুয়েল পরিচালিত রকেট যা ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং তৃতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণে কক্ষপথে আনুমানিক ৫০ কেজি ওজনের একটি গবেষণা পে লোড স্থাপন করেছে।
স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ এবং আইআরজিসির মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ উপস্থিত ছিলেন।
ইরানের আধা-সরকারি ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, স্যাটেলাইটটি এরইমধ্যে টেলিমেট্রি ডেটা পাঠানো শুরু করেছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, দূরপাল্লার ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইটগুলোকে কক্ষপথে রাখছে তেহরান। যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এমন কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নতুন চিন্তার উদ্রেগ করবে বলে ধারণা করা হচ্ছে।
তেহরান অবশ্য বরাবরই মার্কিন দাবি অস্বীকার করে বলছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আড়াল করতে তারা কোনো মহাকাশ পোগ্রাম চালাচ্ছে না।
মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ইরানের। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে দেশটি।
সূত্র: রয়টার্স

আরও পড়ুন:  লোকসানের বোঝা নিয়ে ২৩ ডিসেম্বর ঠাকুরগাঁও সুগারমিলের আখ মাড়াই শুরু

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top