বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি– ম্যাথিউ মিলার।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি– ম্যাথিউ মিলার।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক মিলারের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে এবং বিরোধী দলের হাজারো নেতা-কর্মীকে জেলে রেখে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের জবাবে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? এর আগে আপনি বিবৃতিতে বলেছিলেন, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।
এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের প্রতিবেদনে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবেক্ষকদের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি মিলিয়ে বলা যায়, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সব দল নির্বাচনে অংশগ্রহণ না করায় আমরা অনুশোচনা প্রকাশ করছি। আমরা নির্বাচনের সময় এবং নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই।
সহিংসতায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে এবং এ বিষয়ে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত করতে বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করছি। পাশাপাশি রাজনৈতিক সহিংসতার পথ ত্যাগ করার জন্য আমরা সব দলের প্রতি আহ্বান জানাই। ’ ম্যাথিউ মিলারকে এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, ‘যখন আপনারা বলছেন, বাংলাদেশে এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য হয়নি, তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার শুধু বলেন, ‘নো, নো’।

আরও পড়ুন:  ফটিকছড়ি মাইজভাণ্ডারে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ‍্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top