পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছেন।

বিলেতের আয়না ডেক্স :- পাকিস্তানের পাল্টা হামলায় ইরানে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও তিন নারী রয়েছেন।
বুধবার রাতে পাকিস্তান হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্গ বার সরমাচার নামের গোয়েন্দাভিত্তিক অপারেশনে কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। অপরদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের হামলায় চার শিশু ও তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন।
এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
পরে পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে হামলার নিন্দা জানানো হয়। এ কারণে গুরুতর ফল ভোগ করা লাগতে পারে বলেও সতর্কবার্তা দেয় ইসলামাবাদ।
জইশ আল-আদলকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে ইরান। এ সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। তারা সম্প্রতি ইরানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

আরও পড়ুন:  পুনরায় নির্বাচিত হয়েছেন সভাপতি শেখ হাসিনা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top