দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন – আসনপ্রতি ব্যয় কত হচ্ছে।

বিলেতের আয়না ডেক্স :- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন – আসনপ্রতি ব্যয় কত হচ্ছে।
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিন প্রায় ১২ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে ব্যয় হচ্ছে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। সেই হিসাবে আসনপ্রতি ব্যয় হচ্ছে ৭ কোটি টাকার বেশি। বিশাল এই বাজেটের বেশির ভাগ অর্থই ব্যয় হবে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে।
শনিবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন জানায়, নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাত মিলিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। পরে বরাদ্দের চাহিদা বেড়ে যাওয়ায় সব মিলিয়ে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা ও মোতায়েনের সময় বেড়ে যাওয়ায় ব্যয় বেড়েছে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা রয়েছে ৮৫২।

আরও পড়ুন:  সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গাইবান্ধা -৫ আসনের এমপি রিপন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top