বিলেতের আয়না :- মাহমুদুর রহমান
দ্বাদশ জাতীয় নির্বাচনে সিলেট -৬ মূল লড়াইয়ে হবে শমশের – নাহিদ-সরওয়ার.এর মধ্যে।
রাত পোহালেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোর হলেই শুরু হবে ভোট গ্রহণ। শেষ মূহুর্তে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নিয়ে গঠিত সিলেট-৬ আসনে পাল্টে গেছে হিসেব-নিকেশ।
নানা গুঞ্জন শেষে খেলা এখন জমে উঠেছে সোনালী আশ প্রার্থী শমশের মুবিন চৌধুরী। নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ও স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের মধ্যে। গুঞ্জন ছিল এ আসনটিতে চমক দেখাতে পারেন তৃণমুল বিএনপির চেয়ারপার্সন সমশের মবিন চৌধুরী। কিন্তু শেষ মূহুর্তে এসে বদলে গেছে সমীকরণ।
জানা যায়, এ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এরমধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (নৌকা) প্রতীক নিয়ে। (ঈগল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন, (সোনালী আঁশ) প্রতীক নিয়ে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন সমশের মবিন চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য, পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন (লাঙল) প্রতীক নিয়ে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা (ছড়ি) প্রতীক নিয়ে এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান (মিনার) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা জানান, সিলেটের আলোচিত এ আসনটিতে গুঞ্জন রয়েছে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন সমশের মবিন চৌধুরীকে কৌশলে বিজয়ী করার কথা রয়েছে। এ লক্ষ্যে আওয়ামীলীগের একটি অংশ তাঁকে নিয়ে মাঠে কাজ করছে।বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম শমশের মুবিন চৌধুরীর পক্ষে জোরালো ভূমিকা পালন করে যাচ্ছেন এবং সমর্থন জানিয়েছেন। অন্যদিকে বিয়ানীবাজার উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম পল্লব স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন এর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছেন। সমর্থন জানিয়েছেন। কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে শমশের মুবিন চৌধুরী কে পাস করে নিয়ে যাবার । বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় একটি সূত্র।
সূত্রটি জানায়, দলের উপর মহলে এমন কোন সিদ্ধান্ত নেয়া হয় নি। ভোটের মাঠে আলোচনা সৃষ্টি করতে প্রার্থীর পক্ষে এমন গুজব রঠানো হতে পারে।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এ আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের আভাস থাকলেও শেষ মূহুর্তে সমীকরণ দাঁড়িয়েছে তিনজনে।সোনালী আশ প্রার্থী শমশের মুবিন চৌধুরী ।নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ও স্বতন্ত্র প্রাথী সরওয়ার হোসেনের মধ্যে শেষ লড়াই হবে। এমনটাই ধারণা তাদের। শমশের মুবিন চৌধুরী জাতীয় এবং আন্তর্জাতিক মানের নেতা। যার পরিচিত রয়েছে দেশ এবং আন্তর্জাতিক মহলে । তিনি দীর্ঘদিন জাতিসংঘের স্হায়ী প্রতিনিধি ছিলেন। একজন দক্ষ জানু কূটনীতিবিদ। সাবেক সচিব হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করছেন।
নুরুল ইসলাম নাহিদ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। মাটি ও মানুষের সাথে রয়েছে তাঁর সম্পৃক্ততা। করেছেন এলাকার নানা উন্নয়ন। রাস্তা ঘাট, স্কুল, কলেজ মাদ্রাসা মসজিদ সবজায়গায়। উন্নয়ন করেছেন। অবকাঠামো উন্নয়ন অগ্রগতি হয়েছে বলে দাবি করেন । দলমত নির্বিশেষে ব্যক্তি নাহিদেই আস্থা রাখতে পারেন জনসাধারণ। পাশাপাশি তাঁর নিজের আশেপাশে কিছু দুষ্ট লোকের কারণে কিছুটা ম্লান হয়ে গেছে ।
অপরদিকে সরওয়ার হোসেন করোনা মহামারী, বন্যা, বিভিন্ন দুর্যোগসহ নানা সময়ে সাধারণ মানুষের সংস্পর্শে ছিলেন। তাই ভোটারদের দৃষ্টি থাকতে পারে ব্যালটের ঈগল প্রতীকে। দীর্ঘদিন মাঠে কাজ করার ফসল এবার তুলতে পারেন বলে মনে করছেন সতীর্থরা।দীর্ঘ ১৫ বছর ধরে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলায় কাজ করে যাচ্ছেন। মাটি ও মানুষের পাশে থেকে কাজ করেছেন।পাশাপাশি গরীব অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণ কাজ করছেন। বিভিন্ন সামাজিক উন্নয়ন অগ্রগতি জন্য কাজ করে যাচ্ছেন। তিনি একজন জনবান্ধন নেতা হিসেবে সবার কাছে সমাদৃত।