ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪ জনের মৃত্যু।

বিলেতের আয়না ডেক্স :- ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪ জনের মৃত্যু।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে। আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া অগ্নিদগ্ধ এক যাত্রীকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ট্রেনে আগুন দেয়া হয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়।    পরে আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ওদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি কমলাপুর আসছিল। কমলাপুর পৌঁছার কিছু আগে গোপীবাগ কাঁচাবাজারের কাছে ট্রেনটিতে আগুন লাগে। অন্তত চারটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

আরও পড়ুন:  চারখাই থানা বাস্তবায়ন ও উন্নয়ন ট্রাস্ট ইউকে’র উদ্যোগ। লন্ডনে তরুণ আইনজীবী ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরীকে সংবর্ধনা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top