বিলেতের আয়না ডেক্স :- সুনামগঞ্জ -১ ও- ৪ আসন থেকে দুইজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ২টি আসনের দুই প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ালেন। তারা হলেন- সুনামগঞ্জ-১ আসনে জাপার প্রার্থী মোহা আ. মান্নান ও সুনামগঞ্জ-৪ আসনের বিএনএমের প্রার্থী সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীন।
মঙ্গলবার দুপুরে তারা পৃথকভাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেন সুনামগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আ. মান্নান।
অপর দিকে, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নানা ষড়যন্ত্রের অভিযোগ এনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনএমের প্রার্থী সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীন।
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ সদরে সংবাদ সম্মেলনে জাপার প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বলেন, লাঙল প্রতীকে মনোনয়ন পাওয়ার পর আমি নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রচার-প্রচারণাসহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাচ্ছি না। তারা আমাকে কোনো সহযোগিতা করছেন না।
এতে মনে হচ্ছে এবং আমি স্পষ্ট বুঝতে পারছি আসন ভাগাভাগি ও প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমি দ্বাদশ সংসদ নির্বাচন থেকে নিজেই সরে দাঁড়ালাম।