তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবে ভারতের আপত্তি থাকলে বিবেচনা করা হবে।

বিলেতের আয়না ডেক্স :- তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবে ভারতের আপত্তি থাকলে বিবেচনা করা হবে।
তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবে ভারতের আপত্তি থাকলে ভূরাজনৈতিক বিবেচনায় বিষয়টি দেখা হবে এবং পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত সম্প্রতি বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হতে পারে। এর সূত্র ধরে মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ চীনের কাছে তিস্তা নদীর উন্নয়ন-সংক্রান্ত কোনো প্রকল্প প্রস্তাব করেছে কি? করলে প্রস্তাবিত প্রকল্পের সময়কাল ও ব্যয় কত?
জবাবে মুখপাত্র বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তারা সহযোগিতা করে আসছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করতে চীন আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ইআরডির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন।

আরও পড়ুন:  জাতীয় সংসদে সর্বজনীন পেনশন বিল পাস

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top