দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করবেন দেশীয় ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষক।

বিলেতের আয়না ডেক্স :- দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করবেন দেশীয় ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এই তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে শরিফুল আলম জানান, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন। ভোটের মাঠে আরও ১৯০৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় ইসি
সবমিলিয়ে ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
চিঠিতে পর্যবেক্ষকদের তালিকা চূড়ান্ত করার বিষয় উল্লেখ করে বলা হয়, বিষয়টি সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।

আরও পড়ুন:  উত্তর পাহাড়তলীর বিশ্ব কলোনী আবাসিকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top