সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দেয়া হবে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দেয়া হবে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারকালে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
শেখ হাসিনা বলেন, ইতোমধ্যেই মামলা দেয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদেরকে আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।
তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়?
তিনি আরও বলেন, বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।

আরও পড়ুন:  সিলেটের- ৬( গোলাপগন্জ বিয়ানীবাজার) আসনে জাসদের প্রার্থী লোকমান আহমদ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top