সিলেটের ১০ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

বিলেতে আয়না ডেক্স :- সিলেটের ১০ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

ভোটারদের আগ্রহ না থাকলেও ৭ই জানুয়ারির নির্বাচন ঘিরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে সক্রিয় আওয়ামী লীগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১টি  আসনে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হওয়ায় নৌকা প্রতীকে অংশ নিচ্ছেন ১৮ জন প্রার্থী। ফলে ১৮টি আসনে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।
খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশক্তি নিয়ে মাঠে নেমেও ১৮টি আসনের মধ্যে ১০টি আসনেই স্বতন্ত্র প্রার্থীদের তীব্র চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা। এসব আসনে জনমত বাড়ছে স্বতন্ত্র প্রার্থীদের। এরমধ্যে কয়েকটি আসনে নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হবেন এমনটি ধারণা করা হচ্ছে।
সিলেট-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। এখানে শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে গণফোরামের প্রার্থী বর্তমান এমপি মোকাব্বির খান ও জাতীয় পার্টির সাবেক এমপি এহিয়া চৌধুরী। এ ছাড়া গতকাল উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়ে নতুন হিসাবের খাতা খুলেছে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। এখানে লড়াই হবে চতুর্মুখী।
সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বর্তমান এমপি হাবিবুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। এ ছাড়া জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক রয়েছেন।
এই আসনে জাতীয় পার্টির একটা নির্দিষ্ট ভোটব্যাংক থাকায় এখানেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের বিপরীতে ভোটে লড়ছেন ড. আহমদ আল কবির ও হুছামুদ্দীন চৌধুরী। ফুলতলী পীর সাহেবের ছেলে হিসেবে এই অঞ্চলে হুছামুদ্দীন চৌধুরীর প্রভাব রয়েছে। ফলে এখানে ত্রিমুখী লড়াই হবে বলে ভোটারদের ধারণা।
সিলেট-৬ আসনে নৌকার প্রার্থী হিসেবে আছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সারওয়ার হোসেন। এ ছাড়া তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান ও সাবেক কূটনীতিক শমসের মোবিন চৌধুরী। এখানে দীর্ঘদিন এমপি থাকলেও কাক্সিক্ষত উন্নয়ন না হওয়ায় নুরুল ইসলাম নাহিদের ওপর সাধারণ ভোটারদের ক্ষোভ আছে।
সুনামগঞ্জ-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ৩ প্রার্থীর। এখানে নৌকার প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন আওয়ামী লীগের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ।
সুনামগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে আছেন সাবেক এমপি জয়া সেনগুপ্ত। সুনামগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সঙ্গে লড়াই হবে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর।
হবিগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু। তার বিপরীতে ভোটে লড়ছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। হবিগঞ্জ-২ আসনে বর্তমান এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে লড়ছেন নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন রুয়েল। হবিগঞ্জ-৪ আসনে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে লড়ছেন যুবলীগের সাবেক আইন সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
মৌলভীবাজার-২ আসনে ত্রিমুখী লড়াই হবে। এই আসনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল। আছেন কুলাউরা উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান ও সাবেক এমপি এম এম শাহীন।

আরও পড়ুন:  চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top