বিলেতের আয়েনা ডেক্স :- কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর সকল বিধি নিষেধ প্রত্যাহারের করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে সিদ্দারামাইয়া। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
শুক্রবার একটি উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কর্ণাটক রাজ্যের কংগ্রেস–শাসিত সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘কে কী পরবেন, কী খাবেন, তা একান্তই ব্যক্তিগত বিষয়। এতে কারও হস্তক্ষেপ করা উচিত।
বিজেপিকে কটাক্ষ করে সিদ্দারামাইয়া বলেন, “তারা বলে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ (সকলের সহযোগিতা, সকলের উন্নয়ন) কিন্তু যারা হিজাব, বোরকা পড়ে বা দাড়ি রাখে তাদের দূরে সরিয়ে দেয়। তারা কি এটাই বোঝাতে চাইছে?”
এ সময় হিজাব পরার ওপর বিধিনিষেধ সম্পর্কে জিজ্ঞাসা করলে মুখ্যমন্ত্রী বলেন, আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি শনিবার থেকে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আপনি যা খুশি পরতে এবং খেতে পারেন। এটা আপনার উপর নির্ভর করছে।
তিনি বলেন, ‘তোমার পছন্দ তোমার আর আমার পছন্দ আমার এবং এটা খুবই সহজ। যেমন আমি ধুতি এবং কুর্তা পরি, আর কেউ প্যান্ট এবং শার্ট পরে। এতে দোষ কি?’
প্রসঙ্গত, ২০২২ সালে বিজেপি শাসিত সরকারের আমলে রাজ্যের সরকারি স্কুলের শ্রেণীকক্ষে মুসলমান শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সিদ্ধান্তের জেরে রাজ্যের উত্তেজনা এতটাই প্রকট হয়েছিল যে, শেষে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। কিন্তু আদালতের পক্ষ থেকেও একই আদেশ বহাল থাকে।