লন্ডনে চ্যানেল এস সম্মাননা পেলেন বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম।

বিলেতের আয়না ডেক্স :- লন্ডনে চ্যানেল এস সম্মাননা পেলেন বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম।
বৃটেনের অন্যতম প্রধান ও জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন ‘চ্যানেল এস’র বিশেষ সম্মাননা পেলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম। চ্যানেল এসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়ের ৫২তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ১৬ই ডিসেম্বর লন্ডনে বিশেষ অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়। বাংলাদেশ দূত হিসেবে দেশের মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধির পাশাপাশি বৃটিশ-বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নীত করায় তাকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়। চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল এবং ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। যাতে প্রায় একশ’ ছবিতে যুক্তরাজ্যে হাইকমিশনারের বিগত পাঁচ বছরের বিভিন্ন কর্ম ও সাফল্য প্রতিফলিত হয়েছে। এসময় বৃটিশ এমপি আফসানা বেগম, হাউস অব লর্ডস সদস্য ব্যারোনেস উদ্দিন ও নিউহামের নির্বাহী মেয়র রুকসানা ফাইয়াজ মঞ্চে উপস্থিত ছিলেন। বিশেষ সম্মাননা স্মারক গ্রহণের পর হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, আমি একজন পেশাদার কূটনীতিক, মানুষের সেবা করা আমার দায়িত্ব- যা আমি সব সময়ই আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করেছি। বৃটিশ-বাংলাদেশিদের মর্যাদার সঙ্গে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করছি। হাইকমিশনার চ্যানেল এসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চ্যানেল এস শুধু একটি টেলিভিশন নয়, এটি যুক্তরাজ্যে বৃটিশ-বাংলাদেশি কমিউনিটির একটি অন্যতম প্রধান প্ল্যাটফরম। ফারহান মাসুদ খানের উপস্থাপনায় প্রচারিত অনুষ্ঠানে স্টুডিওতে বৃটিশ ও বৃটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েকশ’ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  মুক্তির একদিন পর আওয়ামী লীগে যোগদান বিএনপি নেতা শাহজাহান ওমর।

 

 

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top