দেশি-বিদেশি সব চক্রান্ত মোকাবিলার সক্ষমতা সরকারের আছে – হাসানুল হক ইনু

বিলেতের আয়না ডেক্স :- দেশি-বিদেশি সব চক্রান্ত মোকাবিলার সক্ষমতা সরকারের আছে:– হাসানুল হক ইনু

১৪ দলের হেভিওয়েট প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশি-বিদেশি সকল চক্রান্ত মোকাবেলা করার সক্ষমতা আছে সরকারের। নির্বাচনী এলাকাকে আরো উন্নয়নের পাশাপাশি মাস্তানমুক্ত অব্যাহত রাখা হবে। ১৪ দলীয় জোটের জোটনেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কায় ভোট দিন।
শুক্রবার সন্ধ্যায় হাসানুল হক ইনু’র নৌকা মার্কা প্রর্তীকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিভিন্ন স্থানে গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, পেীরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত বুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল. মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক বেনজির আহমেদ বেনু, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আয়ুব আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
ভেড়ামারা সড়কের পাশে অবস্থিত দোকানদার-ব্যবসায়ী, পথচারী, বিভিন্ন যানবাহনের চালক সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। কর্মী সমর্থকরা এসময় দেশের উন্নিত ও শান্তির ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগ কালে প্রার্থীর সমর্থনে ও নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

আরও পড়ুন:  ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top