জাপার চেয়ে বিরোধী দলের দৌড়ে এগিয়ে ঈগল পার্টি।

বিলেতের আয়না ডেক্স :- জাপার চেয়ে বিরোধী দলের দৌড়ে এগিয়ে ঈগল পার্টি।
জাতীয় পার্টির চেয়ে বিরোধী দল হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্ররা বলে মনে করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তিনি বলেন, ঈগল নিয়ে যেসব প্রার্থীরা স্বতন্ত্র হয়েছেন বাস্তবে তারা তো স্বতন্ত্র নয় তারা আওয়ামী লীগের বড় নেতা। এখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিলেও ভোটের মাঠে আওয়মী লীগের দলীয় মানুষজন কেন লাঙ্গলকে ভোট দেবে? তারা আওয়ামী লীগের প্রতীক নৌকা না থাকলে তাদের দলীয় নেতাদের ঈগলে ভোট দেবেন।
আজ মঙ্গলবার বিকেলে শিক্ষাবিদ ও স্হানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ তিনি বলেন, এবার জোড় সম্ভাবনা রয়েছে ঈগল লাঙলের চেয়ে বেশি আসন পাবে এবং সংসদে তারা বিরোধী দলের আসনে বসবে। এ ক্ষেত্রে তারা নিজেরা একত্রিত হয়ে ঈগল পার্টি নামে একটা দল গঠন করতে পারে অথবা সংসদে থাকা যেকোনো একটা দলের সঙ্গে জোট গঠন করতে পারে।
বাংলাদেশের রাজনীতি ও সরকার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তিনি বলেন, এবারের নির্বাচন কিন্ত ৭৩ এর নির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে। সেবার আতাউর রহমান খানের বাংলাদেশ জাতীয় লীগ মাত্র ১টি আসন পেয়েছিল। কিন্ত দল এবং ব্যক্তি পরিচয়ের কারণে আতাউর রহমান খানকে বিরোধী দলীয় নেতা এবং  বাংলাদেশ জাতীয় লীগকে বিরোধী দলের মর্যাদা দেওয়ার দাবি ওঠে কিন্ত স্পিকার এবং বঙ্গবন্ধু সরকার তাতে রাজি হননি ফলে সেই সংসদে কোনো বিরোধী দল ছিল না কিন্ত কার্যত বিরোধী দলে ছিল ৫ আসনের স্বতন্ত্র এমপিরা। বিরোধী দলে জাপা কিংবা আওয়ামী লীগের স্বতন্ত্ররা যেই বসুক না কেন তাতে তাদের চরিত্রের কোনো রকমভেদ হবে না। কেননা তারা তো মূলত আওয়ামী লীগের বি টিম।
তোফায়েল আহমেদ বলেন, গত ১০ বছর ধরে দেশের গণতন্ত্রের যে দুরবস্থা তার পেছনে আওয়ামী লীগের পর জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং ওয়ার্কাস পার্টির দায় সবচেয়ে বেশি। যে রাশেদ খান মেননের পাকিস্তান আমলে ছাত্রনেতা হিসেবে ভূমিকা ছিল স্বাধীন বাংলাদেশের রাজনীতিতেও বড় ভূমিকা ছিল গত দুই সংসদে তার যে বিতর্কিত আর নীরব ভূমিকা ছিল তাতে সব মলিন হয়ে গেছে। একটা সময় হাসানুল ইনুর ও ভালো ভূমিকা ছিল কিন্ত ডিগবাজির রাজনীতির বাইরে যে কেউ নয় তা তো এখন চোখের সামনেই দেখা যাচ্ছে।
তিনি বলেন, এ দু’জন হয়তো এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কিন্ত রাজনীতিতে তাদের অর্জন কী? মানুষ তো এখন তাদের অপবাদ দেয়। আমাদের দেশের রাজনীতিতে এখন সংসদ সদস্যদের অর্জন কী। আপনি হয়তো বলতে পারেন বিএনপি সংসদে থাকলেই কী সব সমাধান হয়ে যেত? উত্তর হচ্ছে হয়তোবা না, কিন্ত বিএনপি থাকলে আওয়ামী লীগের ভালো করার, জবাবদিহিতা দেওয়ার একটা তাড়না থাকতো যা গণতন্ত্রের জন্য ইতিবাচক।
১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের পর আ স ম আব্দুর রবকে দিয়ে সম্মিলিত বিরোধী দল গঠন করেন  এ দেশে প্রথম গৃহপালিত বিরোধী দল তৈরি করেছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ। এরপর গত দুই মেয়াদে তার প্রতিষ্ঠিত জাতীয় পার্টিই এখন গৃহপালিত বিরোধী দল হয়ে আছে বলে মনে করেন তোফায়েল আহমেদ।

আরও পড়ুন:  বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেলেন ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top