গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে– ইসি

বিলেতের আয়না ডেক্স :- গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে– ইসি
দলীয় কোন্দলের কারণে পণতন্ত্রী পার্টির সংসদ নির্বাচনের সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সিদ্ধান্ত সব রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছে সংস্থাটি।
ইসির উপ-সচিব মাহবুব আলম শাহের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পৃথক পৃথকভাবে দাখিলকৃত কমিটি মাননীয় কমিশন কর্তৃক নামঞ্জুর করা হয়েছে। সুতরাং গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই।
এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘গণতন্ত্রী পার্টি’ নামীয় দলের কোনো পদধারী কর্তৃক দাখিলকৃত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।
ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টি থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আরও পড়ুন:  দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটের আগে-পরে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top