আমরা তো ভাত ও ভোটের অধিকারের আন্দোলন করেছি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিলেতের আয়না ডেক্স :- আমরা তো ভাত ও ভোটের অধিকারের আন্দোলন করেছি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাই তো শ্লোগান তুলেছিলাম আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। আমরা ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করেছি। আর সেই আন্দোলন সফল করতে সরকারে এসে একটানা সরকারে থেকে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নত হয়েছে।
গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে আজ শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রায় ঘন্টাব্যাপী প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, শহীদ উল্লাহ খন্দকার, আয়নাল হোসেন সেখ প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির আন্দোলন নিয়ে বলেছেন, ‘আমরা এখন দেখতে পারছি আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ পোড়ানো। পাকিস্তানের প্রেতাত্মা, হানাদার বাহিনীর প্রেতাত্মা- তাদের ওপর ভর করেছে। পুলিশকে যেভাবে মাটিতে ফেলে পেটালো, এর চেয়ে জঘন্য কাজ মনে হয় আর হতে পারে না। তাকে এভাবে পিটিয়ে হত্যা করা; সে যখন বেহুশ হয়ে গেছে মৃতপ্রায়- তার মাথা থেকে হেলমেট ফেলে দিয়ে মাথায় কোপালো, মারলো। কোন দেশে আমরা বাস করি।’
জিয়া পরিবার পুরোটাই একটা খুনি পরিবার উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সেনাবাহিনীর অফিসার, সৈনিক ও মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। খালেদা জিয়া ক্ষতায় এসে সেই একইভাবে এদেশে হত্যাকাণ্ডের রাজনীতি শুরু করেন। ২০০৭ সালে আর জীবনে রাজনীতি করব না বলে তারেক জিয়া মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে যায়। সেখানে বসে এখন দেশের মানুষকে হুকুম দিয়ে মানুষ হত্যা করাচ্ছে। এবার প্রথম দিকে বিএনপি আন্দোলনে কিছু মানুষের সমর্থন পেয়েছিল। কিন্তু সহিংস আন্দোলন করায় মানুষ এখন আর তাদের সঙ্গে নেই।
শেখ হাসিনা বলেন, বারবার আমি মৃত্যুকে সামনে থেকে দেখিছি। এই কোটালীপাড়াতেও বিশাল বিশাল বোম মাটিতে পুঁতে রাখা হয়েছিল। মিটিং এ আক্রমণ, বোমা হামলা, গ্রেনেড হামলা এগুলোতে প্রতিনিয়ত। সরাসরি গুলি এই অবস্থার মধ্যদিয়েও আল্লাহ বারবার আমাকে বাঁচিয়ে রাখলেন।
তিনি আরও বলেন, ২০০৯ থেকে আমরা এ পর্যন্ত একটানা সরকারে আছি। অন্তত আজ এইটুকু বলতে পারি বাংলাদেশটা বদলে গেছে। বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে এখন আর খাদ্যের হাহাকারটা নেই। খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছি। শিক্ষার সুযোগ আমরা সৃষ্টি করেছি। ঠিক যা জাতির পিতা চেয়েছিলেন। একটানা সরকারে থাকতে না পারলে আমাদের উন্নয়ন দৃশ্যমান হতো না।

আরও পড়ুন:  ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ করে তারেক রহমানকে দেশে এনে বিচার করবো-প্রধানমন্ত্রী

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top