জলবায়ু পরিবর্তন : ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ সহায়তা দিবে এডিবি।

বিলেতের আয়না-ডেক্স :- জলবায়ু পরিবর্তন : ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ সহায়তা দিবে এডিবি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। শুক্রবার (৮ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এডিবি জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। দেশটিতে বার্ষিক গড় ক্ষতি প্রায় ৩০০ কোটি ডলার। এই ঋণের অর্থে জলবায়ু-টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির প্রথম উপ-প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে। যা বাংলাদেশকে জলবায়ু মোকাবিলায় শক্তিশালী ও কম কার্বন অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করতে এবং মূলধারায় লিঙ্গ সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তিতে সহায়তা করবে।
সংস্থাটি আরও জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এডিবিও বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।
এডিবির ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে জলবায়ু স্থিতিশীল রাখতে একটি কম কার্বন নির্গমন অর্থনীতিতে রূপান্তর, লৈঙ্গিক সমতা, ডিজিটাইজেশন এবং দরিদ্র ও অরক্ষিত মানুষের উপার্জনমূলক কর্মসূচি প্রণয়নে সরকারকে সহায়তা করা হবে।
প্রসঙ্গত, এডিবি বাংলাদেশের অর্থনীতির প্রায় সব প্রধান খাতেই সহায়তা দিয়ে থাকে। এর আগেও কৃষি, প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো, জ্বালানি, পরিবহন, শিক্ষা, পানি সরবরাহসহ বিভিন্ন খাতে তারা বাংলাদেশকে ঋণ সহায়তা দিয়েছে।

আরও পড়ুন:  জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ জামায়াতের আমির শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত গ্রেপ্তার।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top