লন্ডনে সম্পন্ন হল ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান।

বিলেতের আয়না ডেক্স :- লন্ডনে সম্পন্ন হল ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান।
ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির সাফল্যগাঁথা ও অগ্রযাত্রার চিত্র ব্রিটিশ-বাংলাদেশীদের হুজহু প্রকাশনায় ফুটে উঠে। দীর্ঘ ১৪ বছর ধরে এই প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বাংলাদেশী কমিউনিটির সাথে ব্রিটেনের মূলধারায় সেতুবন্ধন তৈরী করে এবং পেয়েছে সফলতা। এই প্রকাশনা তরুণ প্রজন্মদের মাঝে উৎসাহ উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করবে।
সম্প্রতি লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলে ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৪তম আসরের বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি লর্ড সোন ভ্যালী। এসব কথা বলেন।
নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলছেন, এমন আটজন ব্রিটিশ-বাংলাদেশিকে এওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে ব্রিটিশ বাংলাদেশী হুজহু।
বাংলা মিরর গ্রুপের এই প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে ২৭৩ জন ব্রিটিশ-বাংলাদেশীর সাফল্যগাঁথার কথা। এবারের প্রকাশনায় সংযুক্ত হয়েছে নতুন প্রজন্মের প্রতিভাধর ব্যক্তিরা। তাদের অবদানের কথা তুলে ধরা হয়েছে। আরও সমৃদ্ধ করেছে এ প্রকাশনাকে। ব্রিটিশ-বাংলাদেশী তৃতীয় ও চতুর্থ প্রজন্মকে সংযুক্ত করে হুজহু কলেবরে আরও সমৃদ্ধি পেয়েছে, নতুন আঙ্গিকেও সুশোভিত হয়েছে নতুনদের পদচারণায় আরও বেশি প্রাণ চাঞ্চল্য পেয়েছে নতুন প্রজন্মের সন্তানরা। তাঁরা এই প্রজন্মের অহংকার।
এবারের এওয়ার্ডপ্রাপ্তরা তাদের অনুভতি সত্যি আনন্দদায়ক ছিল বলে অভিব্যক্তি প্রকাশ করেছে। তারা বলেন, হুজহু’র এওয়ার্ডপ্রাপ্তি সত্যিই সম্মানের, গর্বের ও অহংকারের। এটি আমাদের কাজের স্বীকৃতি। যাত্রালগ্ন থেকে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু কমিউনিটির গুণিজনদের উল্লেখযোগ্য অবদানের কথা লিপিবদ্ধ করে তাদের স্মরণীয় করে রাখলে আগামী প্রজন্ম আমাদের সম্পর্কে জানতে পারবে। স্মৃতি জাগানিয়া কথা।ভালো কাজের স্বাক্ষর।
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু এর প্রধান সম্পাদক আব্দুল করিম গণি “হাওয়া টিভি’র” সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির প্রবীণ ও নবীনরা ব্রিটিশ কমিউনিটিতে অনন্য ভূমিকা রাখছে। অর্থ নীতি, রাজনীতি সমাজনীতিসহ সর্বক্ষেত্রেও।হুজহু প্রকাশনা মাধ্যমে পৃথিবী ব্যাপী বাঙালিরা জানতে পারে।
মেরিডিয়ান গ্র্যান্ড ও ওয়ার্ক পারমিট ক্লাউডের সহযোগিতায় আয়োজিত এবারের আসরের সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলী ও ব্যারিস্টার আনোয়ার মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনার নির্বাহী সম্পাদক সোহানা আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ মূলধারা ও কমিউনিটির বিভিন্ন স্তরের প্রভাবশালী নেতৃবৃন্দ।
এবারের এওয়ার্ডপ্রাপ্তরা হলেন- রাজনীতিতে আপসানা বেগম এমপি। ক্যাটারিং ও প্রপার্টি সেক্টরে তফজ্জুল মিয়া। মিডিয়ায় মাহবুব রহমান। ব্যবসা ও রাজনীতিতে ফয়সল হোসেন চৌধুরী এমবিই-এমএসপি। চ্যারিটি ওয়ার্কে ভ্যালারী আর্ন ট্রেইলর ওবিই। আইন ও প্রপার্টি ব্যবসায় ইমন আহমেদ, একাউন্টেসীতে তপন সাহা ও খেলাধুলায় আব্দুস সালাম।
হুজহু এর জমকালো এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ হযরত আলী খান। কার্ডিফ সিটির লর্ড মেয়র ড. বাবলিন মল্লিক। কনজারভেটিভ পার্টির লন্ডন সিটির মেয়র প্রার্থী সোজান হল। লন্ডন বরা অব ক্যামডেনের মেয়র নাজমা রহমান। রেডব্রিজ বারা কাউন্সিলের মেয়র জ্যোৎস্না ইসলাম। চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। চ্যানেল এস’র প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল। ব্যারিস্টার আনিস রহমান ওবিই।
অনুষ্ঠানে আপসানা বেগম এমপি-এর হাতে এওয়ার্ড তুলে দেন চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ও হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি। তফজ্জুল মিয়া এর হাতে এওয়ার্ড তুলে দেন লর্ড সোন ভ্যালী ও ওয়ার্ক পারমিট ক্লাউড’র প্রধান ব্যারিস্টার লুৎফুর রহমান। মাহবুব রহমানের হাতে এওয়ার্ড তুলে দেন চ্যানেল এস’র প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। ইউরোশিয়া ফুড সার্ভিসের ফাউন্ডার আবু লেইছ, ফয়সল হোসেন চৌধুরী এমবিই-এমএসপি’র পক্ষে এওয়ার্ড গ্রহণ করেন ফজলুর রহমান আকিক এবং এওয়ার্ড তুলে দেন কার্ডিফ সিটির লর্ড মেয়র বাবলিন মল্লিক। ভ্যালারী আর্ন ট্রেইলর ওবিই এর হাতে এওয়ার্ড তুলে দেন মেয়র নাজমা রহমান ও মেরিডিয়ান গ্র্যান্ড’র ডিরেক্টর নিকিতা মুলচান্দানি। আব্দুল করিম গণি ও জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্সের ডিরেক্টর জরিদ মিয়া, ইমন আহমেদ’র হাতে এওয়ার্ড তুলে দেন লন্ডন সিটির মেয়র প্রার্থী সোজান হল ও এপেক্স একাউন্টেসীর ডিরেক্টর তারেক মাহমুদ, তপন সাহা’র হাতে এওয়ার্ড তুলে দেন লর্ড সোন ভ্যালী ও প্রাইম এস্টেট এজেন্টের ডিরেক্টর কাজী আরিফ এবং আব্দুস সালাম এর হাতে এওয়ার্ড তুলে দেন মেয়র জ্যোৎস্না ইসলাম ও জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমদ।
হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৪তম আসরের মূল সহযোগিতায় ছিল মেরিডিয়ান গ্র্যান্ড।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণভবনে ছাত্রলীগের নতুন কমিটির নেতারা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top