বিলেতের আয়না ডেক্স :- দুই দিনে জাসদের মনোনয়ন ফরম বিক্রি ২৫৩।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দলীয় মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম চলছে। মনোনয়নপ্রত্যাশীরা স্বশরীরে দলীয় কার্যালয়ে এসে বা অনলাইনে পাঁচ হাজার টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
রবিবার (১৯ নভেম্বর) দ্বিতীয় দিনে সকাল ১১টা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত দুই দিনে ২৫৩ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দ্বিতীয় দিনে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করাদের মধ্যে রয়েছেন রাজবাড়ী-২ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে অ্যাডভোটেক আখতার হোসেন সাঈদ, কুষ্টিয়া-৩ আসনে গোলাম মোহসীন, ঢাকা-১৩ আসনের অ্যাডভোকেট আলী আশরাফ খান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মাহিন আহমেদ, মাগুরা-১ ও মাগুরা-২ আসনে জাহিদুল আলম, রংপুর-১ আসনে অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান বুলু, সিরাজগঞ্জ-৪ আসনে মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৬ আসনে মোজাম্মেল হক আরও অনেকে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (২০ নভেম্বর) সারা দিন জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলবে।