তিন দিনের মধ্যে নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের আবেদন করতে হবে।

বিলেতের আয়না ডেক্স :- তিন দিনের মধ্যে নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের আবেদন করতে হবে।

নির্বাচনী জোটের প্রতীক পেতে তিনদিনের মধ্যে আবেদনের আহ্বান ইসির
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচনী জোটের প্রতীকের জন্য তিনদিনের মধ্যে আবেদন করতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ইসি সূত্র জানায়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। জাতীয় নির্বাচনের গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুসারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করতে পারে। এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এ ধরনের প্রতীক পেতে হলে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর জোটকে দরখাস্ত দাখিলের বিধান রয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৬৬ জন রিটার্নিং অফিসার এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
দেশে শতাধিক রাজনৈতিক দল সক্রিয় থাকলেও নিবন্ধিত দল মাত্র ৩৯টি। রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দেশের মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী এবং ৮৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

আরও পড়ুন:  সিলেটের কৃতি সন্তান নাদেলকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন'র অভিনন্দন

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top