বাংলাদেশে ৫০ বছর পর এলো রুশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ।

বিলেতের আয়না ডেক্স :- বাংলাদেশে ৫০ বছর পর এলো রুশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ।
রাশিয়ার নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। এর মধ্য দিয়ে ৫০ বছর পর রাশিয়ার নৌবাহিনীর কোনো যুদ্ধ জাহাজ বাংলাদেশে এল।

রোববার (১২ নভেম্বর) ঢাকার রাশিয়ান দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় এ তথ্য জানায়। তবে কবে জাহাজটি বাংলাদেশে প্রবেশ করেছে তা উল্লেখ করা হয়নি।
চট্টগ্রাম বন্দরে অবস্থান করা ফ্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রনের তিনটি জাহাজের ছবি পোস্ট করে দূতাবাস জানায়, রাশিয়ান প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছে। যা রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি বিশাল মাইলফলক। ৫০ বছর আগে সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) নৌবাহিনীর জাহাজ শেষবার বাংলাদেশের বন্দর পরিদর্শন করেছিল।
১৯৭২ সালের ২১শে মার্চ সোভিয়েত নৌবাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। ভাইস অ্যাডমিরাল সের্গেই যুয়েঙ্কোর নেতৃত্বে এক হাজার নাবিকের একটি বিশেষ টাস্কফোর্স মাইন অপসারণের কাজ শুরু করে। ওই অভিযানে অংশ নিয়েছিল দেশটির ২৪টি জাহাজ। তৎকালীন সোভিয়েত বাহিনী বঙ্গোপসাগর থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছিল এপ্রিল মাসে। যদিও জুলাই মাসের মধ্যে জাহাজ চলাচলের একটি প্রণালি বের করে ফেলেছিল টাস্কফোর্স, কিন্তু মাইন এবং ডুবে থাকা জাহাজ অপসারণ করে পুরো কাজ শেষ করতে বিশেষ টাস্কফোর্সের সময় লেগেছিল ১৯৭৪ সালের জুন মাস পর্যন্ত।

আরও পড়ুন:  উন্নত বাংলাদেশ বিনির্মানে উৎপাদন শীলতার গুরুত্ব " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top