৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ।

বিলেতের আয়না-ডেক্স :- ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ।
ঢাকা সেনানিবাসে ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মাটিকাটা মিলিটারি পুলিশ চেকপোস্ট এলাকায় এর উদ্বোধন করেন তিনি।
ঢাকা সেনানিবাসে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনা সদস্য ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘আমরা তোমাদের ভুলব না’ ভাস্কর্যটিতে ‘অর্ধবৃত্তাকার প্রাচীরে’- সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছে। ভাস্কর্যের সামনে থাকা ‘ফোয়ারা’- নদীমাতৃক বাংলাদেশকে তুলে ধরছে। ফোয়ারা থেকে প্রাচীর পর্যন্ত সংযুক্ত রেখাগুলো ‘সূর্যরশ্মির প্রতীক’- যার মাধ্যমে বীরশ্রেষ্ঠদেরকে জাতির সূর্য সন্তান এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন:  জামিন পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ আসামির বিরুদ্ধে

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top