বিলেতের আয়না ডেক্স :- বিএনপিকে ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের মতো নির্বাচন হবে: মেজর হাফিজ।
এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার উপায় বের করতে প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতি অনুরোধ জানান মেজর তিনি বলেন, দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হয় হয় না।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে বলেছেন, তা নাহলে বিএনপি ভোটে অংশ নেবে না। এতে করে, সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে যেভাবে নির্বাচন হয়েছে, একইভাবে জাতীয় নির্বাচনও হয়ে যাবে।
আজ বুধবার (৮ নভেম্বর) ঢাকার বনানী এলাকায় এক সংবাদ সম্মেলনে মেজর হাফিজ এসব কথা বলেন। বিএনপি ছেড়ে নতুন দল গঠন করেছে মেজর হাফিজ, এমন আলোচনার মুখে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য সমঝোতার উপায় বের করতে প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতি অনুরোধ জানান মেজর তিনি বলেন, দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হয় না।
সমঝোতার ক্ষেত্রে জাতিসংঘের মধ্যস্থতার কথা বলেন মেজর হাফিজ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করব, আপনারা মধ্যস্থতা করুন। জাতিসংঘ অনেক দেশে নির্বাচনে সহায়তা করে থাকে। জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে পারে। জাতিসংঘের তদারকে নির্বাচন চাই, তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না।’
এর আগে গত সোমবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক বক্তব্যে বলেন, বিএনপির নেতা মেজর হাফিজের নেতৃত্বে নতুন দল হচ্ছে। চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারের একজন মন্ত্রী এমন বক্তব্য দেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান আলোচনার সৃষ্টি হয়।
তবে আজ সংবাদ সম্মেলনে মেজর হাফিজ জানান, তথ্যমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। তিনি বলেন, ‘আমি বিএনপিতে আছি। এই দলের রাজনীতি থেকেই বিদায় নিতে চাই।’ এসময় নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে রাজনীতি থেকে অবসর নেওয়ার চিন্তা করছেন বলেও জানান।
একই সঙ্গে মেজর হাফিজ উল্লেখ করেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে তিনি এই দল থেকেই নির্বাচনে অংশ নেবেন।
বিএনপিকে ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের মতো নির্বাচন হবে: মেজর হাফিজ।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪
জিম্মি জাহাজে আব্দুল্লাহর মধ্যে ঈদের নামাজ আদায় করলেন নাবিকরা।
এপ্রিল ১১, ২০২৪