জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি মরহুম ছমির উদ্দিন সাহেবের স্মরণ সভা ও দোয়া মাহফিল আজ ৬ ই নভেম্বর লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।

বিলেতের আয়না ডেক্স :- জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি মরহুম ছমির উদ্দিন সাহেবের স্মরণ সভা ও দোয়া মাহফিল আজ ৬ ই নভেম্বর লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।

আজমল হোসেনের সভাপতিত্বে এবং বাবুল তালুকদার সঞ্চালনায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন মৌলানা আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন। বাংলাদেশ জাসদ যুক্ত রাজ্যের সভাপতি শামীম আহমেদ। যুক্ত রাজ্য জাসদের সহ সভাপতি মুজিবুল হক মনি। সাংবাদিক রহমত আলী। গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার সভাপতি জনাব ব্যারিষ্টার আতাউর রহমান। সাংবাদিক রহমত আলী। ডাঃ গিয়াসউদ্দিন। যুক্তরাজ্য জেএসডি সাধারণ সম্পাদক শাহেদ কামাল চৌধুরী টিটো।জাসদ নেতা ভিপি হারুন অর রশিদ । সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ। মাসুম আহমেদ। ছমির উদ্দিন সাহেবের ছেলে নাসির উদ্দীন। কমিউনিটি একটিভিস্ট নুরুল আমিন। শফিক উদ্দিন আহমেদ। শাহ আজিজুল হক। আসাদুর রহমান। লাবিদ আহমেদ। খায়রুজ্জামান সানি। তোফায়েল আহমেদ । আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,।শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর। কমিউনিটি একটিভিস্ট নুরুল ইসলাম এমবিই। সাব্বির আহমেদ। ছমির উদ্দিন সাহেবের দুই মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন, ছমির উদ্দিন ছিলেন আপাদমস্তক খাঁটি দেশপ্রেমিক রাজনৈতিক নেতা। যাঁর ধ্যান জ্ঞান ছিল রাজনীতি সমাজনীতি দেশের উন্নয়ন অগ্রগতি। শোষণ মুক্ত সমাজ পরিবর্তনের লক্ষ্যে সারা জীবন কাজ করে গেছেন।ছাত্র জীবন থেকে শুরু করে মৃত্যুর আগপর্যন্ত স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের একজন পথিকৃৎ ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে পরিচিত ছিলেন। শোষিত বঞ্চিত মানুষের মুক্তির লক্ষ্য কাজ করে গেছেন।একজন ত্যাগী নেতা ছিলেন। তাঁরই বন্ধু আজমল হোসেন সাহেব সবার কাছে দোয়া ও জীবনে চলার পথে কোন ভূল ত্রুটি করে থাকলে আল্লাহর ওয়াস্তে মাফ চেয়েছেন। তিনি একাধারে সাংবাদিক, রাজনীতিবিদ এবং কমিউনিটি একটিভিস্ট ছিলেন। দোয়া পরিচালনা করেন মৌলানা আব্দুল কুদ্দুস। পরিশেষে নৈশভোজের ও আয়োজন ছিল।

আরও পড়ুন:  মহান বিজয় দিবস উপলক্ষে শহিদবেদীতে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top