লন্ডননে বনভোজনে একি গ্রামের মিলন মেলা

বিলেতের আয়না ডেক্স :-জাহেদ আহমদ রাজ

লন্ডননে বনভোজনে একি গ্রামের মিলন মেলা
=========================
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে গত ১৭ আগষ্ট রেড্রবিরিজ থেকে বন মাউত সি বিচ এর উদ্যেশে বাস যাএা শুরু করে ।পরিবার ও শিশু কিশোরদের নিয়ে বেশ আনন্দে মেতে উটেছিলো পুরো দিনটি ।
একে অন্যের সাতে কুলাকুলি মধ্য দিয়ে পবিএ ঈদের মতো মনে হয়ে ছিল দিনটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ৫৭ জন সদস্য নিয়ে যাএা করেন সংগটনের নেতারা ।সড়ক পথে আনন্দ বহর যতই এগিয়ে চুখের সামনে শুদু বাসছে যেন বড়লেখার মাধবকুন্ড এর মাজে হারিয়ে গিয়েছিলাম আমরা ।বন মাউতয়ের প্রাকৃতিক অপরুপ খোলা মাঠে হাসি উল্লাসের সাতে ছিলো গান আড্ডায় কৌতুক এবং সাগরের পারে ফুটবল ছিল আলাদা এক আমেজ ।বিভিন্ন ধরনের বিনোদন ছিল ছিলো বেশ উপভোগ করার মত ।সাগরের পারে বসে খাওয়া দাওয়া মনে হয়ে ছিলো সুনাই নদীর পারে বসে আছি আমরা সবাই ।বাংলাদেশ থেকে আমাদের নীজ গ্রামের নবীনরা ছিলো চুখে পড়ার মত তাদের অংশ গ্রহন মাতিয়ে তুলে ছিল উল্লাসটি দিনটি ও ছিলো অনেক সুন্দর ।সাতে ছিলেন গুনিজন ও আমাদের অভিভাবকগন ।অসম্ভব সুন্দর কে বিদায় জানিয়ে লন্ডনে এসে ভ্রমন শেষ হয় ।এই সব আনন্দ আয়োজন করার জন্য চান্দ গ্রাম ওয়েলফেয়ার এসিসোয়েশনকে ধন্যবাদ জানান অংগ্রহন কারীরা ।পাশা পাশি আর বলেন এই সব আয়োজন সব সময় অব্যাহত রাখেন ।বিষেশ করে ধন্যবাদ জানান সংগটনের সভাপতি মুক্তাদুল ইসলাম মুক্তা সাধারন সম্পাদক কামাল উদ্দিন কোষাধ্যক সরফ উদ্দিন সাবেক সভাপতি সমাজ সেবক মুহিবুস সামাদ সবু।চান্দ গ্রাম ওয়েলফেয়ার এসিসোয়েশনের এই ভ্রমন আমাদের মনে চির স্বরনীয় হয়ে থাকবে ।প্রমুখ

আরও পড়ুন:  - ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরালে অন্য কারও ছবি নয়--হাইকোর্ট।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top