বিলেতের আয়না ডেক্স :– লন্ডনে এনায়েত উল্লাহ আব্বাসীর অনুষ্ঠান বাতিল।
বাংলাদেশের ইসলামি বক্তা এনায়েত উল্লাহ আব্বাসীর লন্ডনে একটি অনুষ্ঠান বাতিল করেছে স্থানীয় প্রশাসন। পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে স্থানীয় সময় বুধবার (২২ জুন) এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যম জিবি নিউজে এনায়েত উল্লাহ আব্বাসীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে এবং তাতে এই ধর্মীয় বক্তার ‘ঘৃণা প্রচারের’ অভিযোগ ওঠে আসে । এরপর নিউহাম কাউন্সিল কর্তৃপক্ষ তাঁর ওই অনুষ্ঠান বাতিল করে দেয়। দেলাওয়ার হোসাইন সাঈদী, জাকির নায়েক, মিজানুর রহমান আজহারীর পর এবার এনায়েত উল্লাহ আব্বাসী যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারেন বলে লন্ডনপ্রবাসী বাঙালিদের অনেকে মনে করছেন।
যুক্তরাজ্যভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল আই অন টিভির আমন্ত্রণে যুক্তরাজ্যে পাঁচটি ধর্মীয় সভায় যোগ দিতে লন্ডনে আসেন।এবং একটি কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা এনায়েত উল্লাহ আব্বাসীর। ইতিমধ্যে নর্থাম্পটন, বার্মিংহাম ও লিডসে তিনটি সভা করেছেন তিনি। এনায়েত উল্লাহ আব্বাসী যুক্তরাজ্যে এভাবে সভা করার মধ্যে হঠাৎ করে দেশটির মূলধারার গণমাধ্যম জিবি নিউজে তাঁকে নিষিদ্ধ করার দাবি উঠেছে।
সাবেক ইউকিপ নেতা ও ব্রিটেনের ব্রেক্সিটের বহুল আলোচিত ব্যক্তি নাইজেল ফারাজ জিবি নিউজ টেলিভিশন চ্যানেলে এনায়েত উল্লাহ আব্বাসীর সভা করার বিষয়টি সামনে আনেন। সেখানে তালেবান নেতা ওসামা বিন লাদেন ও মোল্লা ওমরের পক্ষে এনায়েত উল্লাহ আব্বাসীর বক্তব্য তুলে ধরে তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়ার জন্য ব্রিটিশ হোম অফিসের কঠোর সমালোচনা করেন তিনি।
চার্লি পিটার নামের যে সাংবাদিক এনায়েত উল্লাহ আব্বাসীকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করেন, তাকেও ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। চার্লি সেখানে উল্লেখ করেন, এনায়েত উল্লাহ আব্বাসী কীভাবে তার বক্তব্যে ব্রিটেনের রানিকে শয়তান বলেছেন এবং ভিন্ন ধর্ম সম্পর্কে তিনি কীভাবে বিষোদগার করেছেন। ২০ জুন বার্মিংহামে এনায়েত উল্লাহ আব্বাসীর অনুষ্ঠান চলাকালে জিবি নিউজে ওই অনুষ্ঠান সম্প্রচার করা হয়।