বিলেতের আয়না ডেক্স :- জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলম গ্রেফতার।
রাজধানী ভাটারা থানায় দায়ের করা মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ১০ এপ্রিল ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই শামীম হোসেন নাফিজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবোদন করেন। আসামি পক্ষের আইনজীবী মাহমুদুল হাসান জামিন আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, হয়রানি করতে নাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে কিছু উদ্ধার হয়নি। জামিন দিলে পলাতক হবে না।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাফিজ মোহাম্মদ আলম নামের যুবককে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
পুলিশ জানায়, ডয়চে ভেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলমের বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম এবং পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার নামে রোববার গভীর রাতে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। কয়েক বছর আগের একটি মামলায় রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে ২০২১ সালের নভেম্বরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। তখন তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি।
সেসময় নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। এ ছাড়া নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ দুটি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানায় বাহিনীটি।
এবারও তার বাসা থেকে বেশ কয়েক বোতল মদ উদ্ধারের কথা বলছে পুলিশ। এ বিষয়ে রোববার রাতে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন এসআই রিয়াদ আহমেদ।
মামলায় নাফিজের বাসা থেকে ‘২৬টি বিদেশি মদের বোতল ও ৩২টি কোলার ক্যান’ উদ্ধার দেখানো হয়েছে, যার মূল্যমান ১৬ হাজার টাকা।
এছাড়া নাফিজের লেনোভো ল্যাপটপ, আইফোন ১৩ প্রো মোবাইল এবং হিরো হাংক মোটরসাইকেলটিও জব্দ দেখিয়েছে পুলিশ।