অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপায় ৩জনের মৃত্যু

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপায় ৩জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় বেআইনী অবৈধ ঝুঁকিপূর্ণ পাহাড় এবং রাস্তা নির্মাণের অভিযোগে বহুল সমালোচিত এলাকায় এই ঘটনা ঘটে।সড়ক করার নামে বেআইনী অবৈধ ঝুঁকিপূর্ণভাবে পাহাড় কাটার সময় পাহাড় ধসে মাটিচাপা পড়ে তিনজনের লোমহর্ষকনমৃত্যু হয়েছে।আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭এপ্রিল) বিকেল পৌঁনে ছয়টার দিকে আকবর শাহ থানার বেলতলী ঘোনা এলাকার এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে খোকা (৪৫) নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে।বাকী আহত ও নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে-আজকে ইফতারের পূর্বমুহূর্তে আনুমানিক বিকাল ৫টা ৪৫ মিনিটে আকবর শাহ মাজারস্থ বেলতলী ঘোনা নামক এলাকায়য় শ্রমিকরা পাহাড়ের মাঠি কাটার সময় পাহাড় ধসে বেশ কয়েকজন মাটি চাপা পড়ে।তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনজন মারা যায়।

এদিকে পাহাড় ধসের খবর পেয়ে সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে যান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন:  টাংগাইল মধুপুরে গাড়ি ভর্তি গরু চোর আটক

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা এনামুল হক।

তিনি বলেন, পাহাড়ের মাঠি ধসে হতাহতের খবর পেয়ে ‘আমরা উদ্ধারে কাজ করছি।হতাহতের সংখ্যা এখনও জানানো যাচ্ছে না।এখনো কয়েকজন আটকে পড়ে আছে। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্যঃ এর আগে গত ১১ফেব্রুয়ারি একই জায়গায় রাস্তা করার জন্য অভিযান চালিয়েছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগে পাহাড় কাটার দায়ে মো.শাহজাহান (৪০) নামে একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া ও ব্যবহৃত একটি এস্কেভেটরও জব্দ করা হয়। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবরশাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top