রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারী (আরসা) মূলহোতাসহ আটক-৩

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারী (আরসা) মূলহোতাসহ আটক-৩

কক্সবাজারের চকরিয়া থানাধীন বড় বেওলা এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের নিকট অস্ত্র সরবরাহকারী মূলহোতাসহ তিনজন অস্ত্র ব্যবসায়ী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

৬এপ্রিল গোপন সংবাদে চকরিয়া থানাধীন বড় বেওলা ইলিশিয়া লাল ব্রীজ সংলগ্ন এলাকা হতে ১। মোক্তার আহমদ (৫২), ২। আব্দুর রহিম (৪০), ৩। মোঃ এনামুল হক (৩৮) আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়,ইদানিং পরিলক্ষিত হচ্ছে,কক্সবাজার এলাকায় বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাসীদের অস্ত্রের উৎস উৎঘাটনের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় জানতে পারে যে,কতিপয় অস্ত্র ব্যবসায়ী কক্সবাজার মহেশখালী হতে সিএনজি অটোরিকশা যোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা করেছে। উক্ত সংবাদে ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানে আজ ৬এপ্রিল সকাল ৮টায় বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোষ্টে তল্লাশীর একপর্যায়ে কতিপয় অস্ত্র ব্যবসায়ীকে দৌড়ে পালানোর চেষ্টাকালে চালকসহ ৩ জনকে আটক করে।

আরও পড়ুন:  ১০০সেতুর শুভ উদ্বোধন করলেন-- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এ সময় তাদের অস্ত্র সরবরাহে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি তল্লাশীতে বিশেষ ভাবে রক্ষিত অবস্থা হতে তিনটি একনলা বন্দুক,একটি দু’নলা বন্দুকসহ ০৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রয়ের নগদ ১,০৫,৭০০/- (এক লক্ষ পাঁচ হাজার সাতশত) টাকা,ব্ল্যাংক চেক ,এটিএম কার্ড, এনআইডি কার্ড ইত্যাদি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে চকরিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top