বিলেতের আয়না ডেক্স :- রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
পবিত্র রমজানে রাউজান ব্লাড ডোনার্সের ব্যতিক্রমী আয়োজন “জান্নাতি সুর”র ২য় রাউন্ড শেষে ফাইনালে ৮জন
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে স্বেচ্ছাসেবী যুব রক্তদাতা সংগঠন রাউজান ব্লাড ডোনার্সের উদ্যোগে ইসলামী না’ত শো জান্নাতি সুর এর শুভ ২য় রাউন্ড সম্পন্ন হয়েছে। ৪ঠা এপ্রিল সোমবার বিকেলে রাউজান একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও রাউজান উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন। সংগঠনের উপদেষ্টা ও খাজানূর ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আলহাজ্ব হারুনুর রশিদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক সৌরাভুল ইসলাম নিজামের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ রবিউল হোসেন রবি প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক এ আর রাশেদ উদ্দিন; সদস্য আব্দুল মোতালেব সোহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ ছাবের হোসেন, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরমান সিকদার,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সংগঠক মহিঊল ইসলাম মহিন, ছাত্রনেতা আকরাম আলী, ইয়াছিন চৌধুরী ইমন,সাহেদ হাসান তালুকদার ।
বিচারকের দায়িত্ব পালন করেন পূর্ব রাউজান তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার শায়ের মাওলানা সৈয়দ মোহাম্মদ এহসান কাদের, চ্যানেল উপস্থাপক শায়ের মাওলানা মোহাম্মদ মোরশেদ রেজা কাদেরী। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সজিব, মোহাম্মদ তারেক, মোহাম্মদ । ইসলামী না’ত শো “জান্নাতি সুর” ২য় রাউন্ডে রাউজান,রাঙ্গুনীয়া, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার ১৬জন প্রতিযোগীদের অংশগ্রহনের মাধ্যমে ৮ জন প্রতিযোগী ফাইনালের জন্য নির্বাচিত হন।