ধর্মপাশায় “ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- ধর্মপাশা প্রতিনিধি

ধর্মপাশায় “ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
“ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি একটি উন্নত দেশের নিয়ামক শক্তি” এ উপরোক্ত চিরন্তন উক্তিটিকে সামনে রেখেই ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “সম্প্রীতি” নামে একটি মতবিনিময় সভা। গত বুধবার অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভার প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট মুজিবুল হক মনি।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশ বেশ কিছু উল্লেখযোগ্য ও দৃশ্যমান উন্নয়নের গর্বিত দাবিদার এবং তারই পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, সাম্প্রদায়িক হানাহানি, রাজনৈতিক বিদ্বেষ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের মতো নানাবিধ সমস্যার সম্মুখীন। এমনি এক অনাকাঙ্খিত পরিস্থিতিতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি একটি মুখ্য ভূমিকা রাখতে সক্ষম। তিনি বলেন একটি এলাকাতে সংঘটিত যে কোন অনভিপ্রেত ঘটনা মোকাবেলার ক্ষেত্রে শুধুমাত্র সরকার কিংবা প্রশাসনের দিকে আঙ্গুল তোলার আগে সমস্যাগুলোর কারণ চিহ্নিত করতে হবে। এসব সমস্যার সমাধানে চাই ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন। এমন কিছু সমস্যা আছে যেগুলো আপাতঃ দৃষ্টিতে মনে হয় খুবই জটিল এবং সমাধান অত্যন্ত দুরুহ কিন্তু ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের কাছে কোন সমস্যাই টিকে থাকতে পারে না। সামাজিক সম্প্রীতিকে প্রতিষ্ঠিত করতে হলে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতে হয় এসব পদক্ষেপের মধ্যে একটি হল একটি এলাকার যুগে যুগে কিছু লোক তাদের কর্ম ও মেধা দিয়ে সমাজের প্রতি অবদান রেখে যান কিংবা একদিন তাদের জীবনাবসান হয়। ঐসব ব্যক্তিদের জীবদ্দশায় কিংবা মরণোত্তর তাদের অবদানের কোন স্বীকৃতি পান না। এটি কখনো একটি সভ্য সমাজের পরিচায়ক হতে পারে না। সেসব লোকদেরকে এবং তাদের অবদানকে স্মরণ না করে পরবর্তী প্রজন্মের কাছে তাদের পরিচয় তুলে না ধরে আমরা হীনমন্যতার পরিচয় দিতে পারি না। আমরা একবারও ভাবি না যে এমনটি হতে থাকলে আমরাও একদিন আমাদের অনাগত প্রজন্মের কাছে বিস্মৃত হয়ে যাব। তিনি বলেন একজন লোকের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় যেন সমাজে বিভাজন, বিভক্তি কিংবা বিদ্বেষের কারণ না হতে পারে। এজন্য প্রতিটি সমাজ সচেতন প্রগতিমনা মানুষকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।
‘সম্প্রীতি’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষয়িত্রী, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক নারীদের সরব উপস্থিতি এবং তাদের মূল্যবান বক্তব্য সভার উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করেছে। সম্প্রীতি মতবিনিময় সভার সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব সোহান আহমেদ, দপ্তর সম্পাদক, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাব।
সভায় বক্তব্য রাখেন
ওয়াজেদা আক্তার, শফিকুল ইসলাম, মোছাঃ বুলবুল আক্তার চৌধুরী, সমরজিৎ রায় উদয়, কাজী মোজাম্মেল হক, সুশীল সরকার, নিয়তি রানী তালুকদার, শামসুল হক পুরকায়স্থ, আব্দুর রাজ্জাক, মুশফিকুল হক চৌধুরী সোহাগ, মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন সাগর, কামরুন নাহার, জুনু রানী, রুমা চৌধুরী, স্বপ্না তালুকদার, কাজী আফরোজা হক, কাজী ফারজানা হক, সোনিয়া আক্তার, আক্তার জাহান, নাজমা আক্তার, আসমা আক্তার, মাসুমা আক্তার চৌধুরী শাহিন, তানিয়া সুলতানা রুমি, শামীমা সুলতানা শ্যামা, মাহমুদা আক্তার রুনু, রাশেদা আক্তার ডলি, সেলিনা জাহান, দ্বীন ইসলাম, সুমনা আক্তার, আবুল কালাম, জাহিদ হাসান, প্রমুখ।
সম্প্রীতি মতবিনিময় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে “সম্প্রীতি” নামে একটি সামাজিক সংগঠন গড়ার লক্ষ্যে একটি আহবায়ক কমিটির গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন:  যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সর্বোচ্চ র্র‍্যাংকিংএ ঢাকা বিশ্ব বিদ্যালয়।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top