চোরাই মালসহ চোরাকারবারী আটক-র‍্যাব-৭

হাওয়া টিভি ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

চোরাই মালসহ চোরাকারবারী আটক-র‍্যাব-৭

র‌্যাব-৭ চট্টগ্রাম কর্তৃক অভিযানে ফেনী থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাই কাপড়সহ একজন চোরাকারবারীকে আটক করেছে। এবং চোরাকারবারে ব্যবহৃত একটি পিকআপ জব্দ।

২৯ মার্চ সকাল ৯টায় অভিযানে ১টি পিকআপসহ আসামী মোঃ শামীম সাগর (২৩)কে আটক করে।

র‌্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চোরাইকৃত ভারতীয় কাপড় একটি পিকআপ যোগে বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঘোনার বাড়ী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মালা মানুষসহ আসামিকে নাটক করে।

আরও পড়ুন:  বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পিকআপ তল্লাশীতে ৯টি পাটের তৈরি চটের বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের ৬৪৭ পিস চোরাই ভারতীয় শাড়ি জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং চোরাকারবারে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে সীমান্তবর্তী দেশ ভারত হতে অবৈধ উপায়ে চোরাইকৃত ভারতীয় শাড়ি কাপড় সংগ্রহ পূর্বক ঢাকা, চট্টগ্রাম জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top