ঝুকিপূর্ণ অবৈধ সিএনজি রিফুয়েলিং স্টেশন আটক-৩

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

ঝুকিপূর্ণ অবৈধ সিএনজি রিফুয়েলিং স্টেশন আটক-৩

চট্টগ্রামের সাতকানিয়ায় অত্যন্ত ঝুকিপূর্ণ অবৈধ ও অনিরাপদ লাইসেন্স বিহীন সিএনজি রিফুয়েলিং স্টেশন।তাও ভ্রাম্যমাণ উপায়ে কাভার্ডভ্যানে স্থাপিত ধরা খেলো র‍্যাব-৭ হাতে।

২৬ মার্চ সকাল ১০টায় অভিযানে অবৈধ সিলিন্ডারসহ
হতে ৬১৪টি সিলিন্ডারসহ ৪টি কাভার্ড ভ্যান জব্দসহ
আসামী ১। মোঃ আজিজুল হক (৪৫,)২।মোঃ আলমগীর (৪০),এবং ৩। হুমায়ুন কবির (২৭),কে আটক করে।

কার্ভাড ভ্যান্ডে সিএনজি রূপান্তর কারখানা।গোপন সংবাদে কেরানীহাট-বান্দরবান সড়কে সিএনজি চালিত অটোরিক্সাসমূহে তরল গ্যাস বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, বিস্ফোরক অধিদপ্তরের কোন অনুমোদন ছিলা না।

দীর্ঘদিন যাবৎ চক্রটি গাড়িতে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মুল গ্যাস লাইন থেকে সুকৌশলে গ্যাস মজুদ করে যা ছিল আড়ালে। ভ্রাম্যমান সিএনজি স্টেশন স্থাপন করেতা চট্রগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া,বাশখালীসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় চড়া মূল্যে বিক্রি করতো। প্রত্যেকটি কাভার্ড ভ্যানে ১৫৩টি মগে সিলিন্ডার স্থাপন করা হয়।

আরও পড়ুন:  জামিন পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ আসামির বিরুদ্ধে

কাভার্ড ভ্যানে সিএনজি রিফুয়েলিং সরকারী নীতিমালা বহির্ভুত। সিলিন্ডারসমুহের মেয়াদ সম্পর্কিত কোন তথ্যাদিও পাওয়া যায়নি,অনেক পুরাতন নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষাহীন সিলিন্ডার হতে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু কিছু সিলিন্ডার পরীক্ষা করে দেখা যায় যে, তা অত্যন্ত নাজুকভাবে সংযুক্ত করা যা কাপড় দিয়ে আটকে রাখা হয়েছে। ফলে কোন ধরনের বিস্ফোরনে
পরিবেশ ও মানব বিপর্যয়ে হতে পারে অত্যন্ত ভয়াবহ।

সিলিন্ডারসমুহ হতে ঝুঁকিপূর্ণভাবে অনিরাপদভাবে ডিস্ট্রিবিউশন মেশিনে লাইন নিয়ে সেখান থেকে সিএনজি অটোরিকশা ও বিভিন্ন গাড়িতে গ্যাস প্রদান করা হত। অবৈধ বিদ্যুৎ ঝুঁকিপূর্ণ সংযোগে যেকোন সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নি সংযোগসহ বৃহৎ আকারের বিস্ফোরণ ঘটতে পারে। অবৈধ চোরাকারবারি দ্বারা সরকার বিপুল পরিমান রাজস্ব ফাকিসহ বিপুল পরিমান আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আসামীগণ ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top