১১মামলার আসামি নানা অপরাধে আটক-৩

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

১১মামলার আসামি নানা অপরাধে আটক-৩

সিএমপি বন্দর থানা কর্তৃক বিভিন্ন থানায় ১১টি মামলা আসামীসহ ছিনতাইকৃত মোবাইল সেট ও ছিনতাইকাজে ব্যবহৃত ২টি ছুরি উদ্ধারসহ ঘটনার মূল হোতা ৩জন আটক।আটক আসামি নয়ন বন্দর থানার তালিকাভুক্ত ছিনতাইকারী,তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
২৫ মার্চ রাত সাড়ে ১০টায় স্থানীয় জনতার সহায়তায়
অভিযুক্ত ১।মোঃ নয়ন (২৮),২। অনিক দাশ রাহুল (২০)’কে মাইজপাড়া আলী পুকুর পাড় সংলগ্ন করিম ভিলার নিচতলা হতে আটক করে। ১ ও ২ নং অভিযুক্তদ্বয়ের তথ্য ও শনাক্ত মতে উপস্থিতিতে মোঃ সাহেদ হোসেন সানি(৩০)কে আটক কর।

সিএমপি সূত্রে জানা যায়,বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানার সার্বিক নির্দেশনায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) শেখ শরীফ উজ জামানের তত্ত্বাবধানে,সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান ও বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সন্‌জয় কুমার সিন্‌হার প্রত্যক্ষ নেতৃত্বে এসআই/আব্দুল্লাহ আল নোমান ও সংগীয় অফিসার এসআই/মোঃ ফয়সাল সরোয়ার বন্দর থানার মাইজপাড়া এলাকায় সাঁড়াশি অভিযানে ঘটনার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত আটক করে।

আরও পড়ুন:  সিলেটের কৃতি সন্তান নাদেলকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন'র অভিনন্দন

অভিযুক্ত মোঃ নয়ন হতে ভিকটিম শহিদুলের এন্ড্রয়েড মোবাইল, ছিনতাইকাজে ব্যবহৃত ১টি স্টিলের ফোল্ডিং ধারালো টিপ ছুরি। অভিযুক্ত অনিক দাশ একই ছুরি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তাদের অপর সহযোগী মোঃ রিয়াজের সহযোগিতায় ঘটনার তারিখ ও সময়ে মামলার বাদিকে ছুরিকাঘাত করে ভয়ভীতি প্রদান করতঃ বাদি ও তার সংগীয় শহীদুলের হতে মোবাইল,মানিব্যাগ,টাকা ও অন্যান্য আলামত ছিনিয়ে নেয় বলে জানায়। ছিনতাইকৃত অপর একটি মোবাইল সেট,নগদ টাকা ও অন্যান্য আলামতের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানায় যে, অপর মোবাইলটি ১৫০০টাকা ও ২বোতল বাংলা মদের বিনিময়ে তাহাদের সহযোগী অভিযুক্ত মোঃ সাহেদ হোসেন সানি নিকট বিক্রি করে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top