দীর্ঘ ১০বছর আগের লোমর্ষক হত্যাকারী আটক

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।

দীর্ঘ ১০বছর আগের লোমর্ষক হত্যাকারী আটক

দীর্ঘ ১০বছর আগের লোমর্ষক হত্যা ঘটনার আসামী নেত্রকোনা জেলার কেন্দুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে র‌্যাব-১৪ ময়মনসিংহ আটক করে।

অদ্য ২৫মার্চ ভোরে কসবা থানাধীন চকচন্দ্রপুর এলাকা হতে
আসামী মোঃ রতন (বর্তমান বয়স ৪২)আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়,২০০৭ইং ৭ফেব্রুয়ারি সকালে জমি-জমা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামী ৩) রতন (২৫) ৪) ফারুক (২৪), ভিকটিম মোঃ তোয়াজ্জেম (৪০)’কে দুই হাত ধরে রাখে এবং আসামী ১) মোঃ বাবুল (২৬) ভিকটিমকে গরু জবাইয়ের ছুরি দিয়ে গলায় কোপ দিলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু বরণ করে। বাবুলের এই কাজে আসামী ২) আব্দুর সাহেদ (৬৩) ৫) মোঃ সুলতান (৩০), ৬) আঃ কাদির আসামীগন সাহায্য করে।

আরও পড়ুন:  আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

ভিক্টিমের ছেলে আরিফ হাসান (২২) বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে শেষে ৬আসামীর নামে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারে বিজ্ঞ দায়রা আদালত ৭বছর পর ১৬এপ্রিল-১৪ইং আসামী বাবুল এর মৃত্যুদন্ডসহ বাকি আসামীদেরকে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে কারাদন্ডে দন্ডিত করেন। আসামীরা উচ্চ আদালতে মামলা করলেও বিজ্ঞ হাইকোর্ট ১৬জুন১৯ইং নিম্ন আদালতের রায় পুনঃবহাল রাখে। বর্তমানে আসামীদের মামলাটি আপিল বিভাগে রায়ের জন্য অপেক্ষায়মান রয়েছে। এরই ধারাবাহিকতায়,র‌্যাবের চৌকস আভিযানে গোপন সংবাদে প্রধান আসামী কে আটক করে।

আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।নানা অপরাধীর মুখোশ উন্মোচন,অবৈধ কর্মকান্ড দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‍্যাব।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top