বিলেতের আয়না ডেক্স :- সংবিধান রক্ষাই এখন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মূল দায়িত্ব :– হাসানুল হক ইনু
সংবিধান রক্ষাই এখন দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে সংযুক্ত টেরাকোটা শিল্প উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেছেন, ১৯৭১ সালের ২৩ মার্চ পল্টন ময়দানে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের ভিত্তি নির্মাণ করে দেয়। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার ৫২ বছর অতিবাহিত হলেও মুক্তিযুদ্ধ পরাজিত শক্তি এখন স্বাধীনতা মেনে নেয়নি। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে সংযুক্ত টেরাকোটা শিল্প উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী ও পাকিস্তানপন্থি রাজনীতির মূল ঘাঁটি মন্তব্য করে ১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেন, বিএনপি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার এনে সংবিধান ওলটপালট করার ঘোষণা দিয়েছে। তাই এই মুহূর্তে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান এবং সংবিধান রক্ষাই এখন দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মূল দায়িত্ব বলে মনে করেন প্রবীণ এই রাজনীতিক।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সামরিক কুচকাওয়াজের সঙ্গে সামরিক কায়দায় গানফায়ার করে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত টেরাকোটা শিল্পকর্ম জাসদ কার্যালয়ে সংযুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান মনি, জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, সহসভাপতি আফরোজা হক রীনা এমপি, সহসভাপতি নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মীর্জা মো. আনোয়ারুল হক ও টেরাকোটা শিল্পকর্মের নির্মাতা শিল্পী সৈয়দ মামুনুর রশিদসহ আরও অনেকে।
সংবিধান রক্ষাই এখন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মূল দায়িত্ব :- হাসানুল হক ইনু
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪
জিম্মি জাহাজে আব্দুল্লাহর মধ্যে ঈদের নামাজ আদায় করলেন নাবিকরা।
এপ্রিল ১১, ২০২৪