বিলেতের আয়না ডেক্স :- উত্তরজেলা (চট্টগ্রাম) প্রতিনিধি
মাইজভাণ্ডারে ‘লোকায়ত বঙ্গবন্ধু’ গ্রন্থের প্রকাশনা উৎসব
ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট গবেষক ড. আমিনুর রহমান সুলতান কর্তৃক রচিত ‘লোকায়ত বঙ্গবন্ধু’ গ্রন্থের প্রকাশনা উৎসব। মাইজভাণ্ডারী প্রকাশনী ও প্রেমের তরী সুফি সংগীতালয়ের আয়োজনে মাইজভাণ্ডার দরবার শরীফে সম্প্রতি অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। প্রধান আলোচক ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, খাতুনগঞ্জ ইশফার হাবিব ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী মোহাম্মদ হাবিব উল্লাহ, শাহজাদা সৈয়দ মুহাম্মদ এরহাম হোসাইন, নবান্ন প্রকাশনীর নির্বাহী পরিচালক নূর নাহিয়ান, ব্যবসায়ী জহির উদ্দিন মো. বাবর, ডিআইআরআই’র সদস্য মেজবাউল আলম শৈবাল ও শেখ শাকিল মাহমুদ। ‘লোকায়ত বঙ্গবন্ধু’ গ্রন্থের লেখক ড. আমিনুর রহমান সুলতান।