বিলেতের আয়না ডেক্স :- হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে মোঃ আবদুল হালিম নামক এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম। সরেজমিন দেখা যায় বেশকিছু ড্রামট্রাক দিয়ে মাটি কেটে পরিবহন করা হচ্ছিলো। অভিযানে ০২ টি ট্রাক আটক করা সম্ভব হয় যা মোঃ আব্দুল হালিম, পিতা- কবির আহাম্মদ, মেখল, হাটহাজারী তার নিজের বলে স্বীকার করেন। পরবর্তীতে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১,০০,০০০ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার একটি টিম।
এই চৌকুশ কর্মকর্তা শাহিদুল আলম বলেন কৃষি জমি কিংবা আবাদযোগ্য জমির টপসয়েল কর্তনে প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ বিষয় জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। টপসয়েল কর্তন বন্ধ না হলে সামনের দিনগুলোতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
অরুণ বৈষ্ণব হাটহাজারী চট্টগ্রাম।
তারিখ:-১৪/০৩/২০২৩
মোবাইল নং:-01816705567