বিলেতের আয়না ডেক্স :- ‘সুফিজমের মূল লক্ষ্য মানুষের অন্তর্জ্ঞান জাগিয়ে স্রষ্টার সান্নিধ্য অর্জন’- সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, সুফিজমের মূল লক্ষ্যই হলো মানুষের অন্তর্জ্ঞান জাগিয়ে স্রষ্টার সান্নিধ্য অর্জন করা। সুফিজমের চর্চা মানবসত্ত্বাকে বিশুদ্ধ ও পবিত্র করে। সুফিজমের চর্চা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে এবং ধর্মের গভীরতা বুঝতে সহায়তা করে যার কারণে সুফিজম চর্চাকারীরা ধর্মান্ধ হয় না।
১২ মার্চ রবিবার দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ অ্যাসোসিয়েশন শারজাহ (বঙ্গবন্ধু হল)-এ আয়োজিত দারুল ইরফান তাসাউফ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) ইউএই কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আয়োজন করা হয় এই দারুল ইরফান তাসাউফ সংলাপ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়াহ ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর ড. জামাল ফারুক জিব্রিল মাহমুদ আলদাকাক,, বিশেষ অতিথি ছিলেন আবুধাবী রেপ্টন স্কুলের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান উস্তাদ সিমসারুল হক হুদাউয়ি।
সুফিজম নিয়ে গবেষণার লক্ষ্যে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) ২০১৯ সালে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) প্রতিষ্ঠা করেন। ডিআইআরআই ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক কনফারেন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) স্মারক বক্তৃতা, আলোকচিত্রের মাধ্যমে সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেটে প্রদর্শনীর আয়োজন করেছে।