ফটিকছড়ি মাইজভাণ্ডারে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ‍্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

বিলেতের আয়না ডেক্স :- উত্তরজেলা (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি মাইজভাণ্ডারে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ‍্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় এবং নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে ৭ মার্চ মঙ্গলবার বাদ এশা হতে ইবাদত বন্দেগির মধ্য দিয়ে শবে বরাত পালন করেন আগত আশেক ভক্তরা।

পবিত্র শবে বরাত উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর রওজা শরীফে আলোকসজ্জা করা হয়।

আরও পড়ুন:  লন্ডনে ১৩তম বইমেলা। ১৫, ১৬ ও ১৭ অক্টোবরের বইমেলায় সবার উপস্থিতি কামনা।

রওজায় মিলাদ ও কিয়ামের পর দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

পরে নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর ছদারতে হজরত মওলানা শাহসুফি সৈয়দ গোলাম রহমান মাইজভাণ্ডারী (ক.), হজরত মওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.), হজরত মওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এঁর রওজা শরীফ জিয়ারত করা হয়।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top