শালবাগান দারুসুন্নাত নূরানী একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন

বিলেতের আয়না ডেক্স :- ঠাকুরগাঁও প্রতিনিধি

শালবাগান দারুসুন্নাত নূরানী একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে শালবাবাগান দারুসুন্নাত নুরানী হাফেজিয়া একাডেমি এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসার নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সোমবার বিকেলে উক্ত মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খাদেমুল ইসলাম সরকার( চেয়ারম্যান) এবং মাদ্রাসার মুহত্বামিম হাফেজ মাওলানা মহেব্বুলার সঞ্চালনায় নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন উত্তর জনপদের আলোড়ন সৃষ্টিকারী ইসলামি বক্তা আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকীম জিহাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী এআইপি, মোঃ রশিদুল ইসলাম মিলার, মোঃ কুদরত আলী সহ সাধারণ সম্পাদক রুহিয়া থানা প্রেসক্লাব।
ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঝাহারুল ইসলাম, মোঃ মোজ্জাফর রহমান মুজা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোঃ তৈয়বুর রহমান, হামিদুল ইসলাম, ফরিদুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকীম জিহাদি বলেন, এলাকার বিত্তশালীদের অত্র মাদ্রাসা ও এতিমখানায় তাদের সাধ্যমতে সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানান ও যারা এই মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার জন্য অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ্ পাক কবুল করলে তারা নেক আমলের অংশিদারী হবেন। আর যে সমস্ত বাচ্চারা এখানে আল্লাহর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে হাফেজ তৈরি হয়ে দ্বীন প্রতিষ্ঠায় কাজ করবে সেই উছিলায় তারা যে আমল করবে তার একটি অংশ এসব অর্থ সাহায্য কারীদের আমলনামায় যোগ হবে।

আরও পড়ুন:  মার্কিন গণমাধ্যম "ব্লুমবার্গ "বাংলাদেশের মেট্রোরেল উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করেছে।

উল্লেখ্য যে ২০২২ সালে এই মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল ছাত্রদের সম্পূর্ণ বিনা বেতনে দীনি শিক্ষা দেওয়া হবে।

মাদ্রাসার সভাপতি ও ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার খড়ি বাড়ি এলাকার গরীব অসহায় এতিম ছাত্রদের পরিস্কার পরিছন্ন পরিবেশে দ্বীনি শিক্ষাদানের উদ্দেশ্যে উক্ত নতুন পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষায় পাঠদান করানো হবে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top