সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ৩ ও ৪ ফেব্রুয়ারি

বিলেতের আয়না ডেক্স :- অরুণ বৈষ্ণব, হাটহাজারী চট্টগ্রাম।

সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ৩ ও ৪ ফেব্রুয়ারি

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন–২০২৩। দুইদিনব্যাপী সম্মেলনে পাঁচটি অধিবেশনের মধ্যে রয়েছে উদ্বোধনপর্ব, উচ্চাঙ্গ সংগীত পরিবেশন, প্রভাতী অধিবেশনে– শিশু–কিশোর পর্ব ও সেমিনার। এবারের সম্মেলনে দেশ–বিদেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় প্রথম অধিবেশনে উদ্বোধনপর্বে প্রধান অতিথি হিসাবে থাকবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা।

উদ্বোধক হিসাবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) ড. বদিউল আলম। সম্মানিত অতিথি হিসাবে থাকবেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

আরও পড়ুন:  সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিতদের সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। ৪ ফেব্রুয়ারি তৃতীয় ও প্রভাতী অধিবেশনে সকাল ৯টায় শুরু হবে শিশু–কিশোরদের উচ্চাঙ্গ সংগীত পরিবেশনা। ৪র্থ অধিবেশনে সেমিনারে ‘তবলার একক বাদন ও সঙ্গত’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন পণ্ডিত শ্যামল দেব। আলোচক হিসাবে থাকবেন পণ্ডিত সুভাষ কান্তি দাস। পঞ্চম অধিবেশনে সন্ধ্যা ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top