টমি মিয়া’স ইন্সটিটিউটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিলেতের আয়না ডেক্স :- টমি মিয়া’স ইন্সটিটিউটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ এলাকায় প্রায় শহতাধিক অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ক‌রেন
টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের সত্ত্বাধিকারী চেয়ারম‌্যান ও বিশ্ব‌সেরা আন্তর্জা‌তিক সেফ, ব্রিটিশ রাণীর প্রধান বাবু‌র্চি আজমল মিয়া (টমি মিয়া) অনুষ্ঠানটি পরিচালনা ক‌রেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এডমিন ম্যানেজার আবদুল্লাহ আল মাসুম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত এইচ ই চালর্স ওয়াইটলি।

‌বি‌শেষ অতিথির বক্তব্য রাখেন ‌বি‌শিষ্ট ব‌্যবসায়ী, সমাজ‌সেবক, হোটেল নূরজাহান গ্র্যান্ড ও নূরজাহান হস‌পিটাল প্রাই‌ভেট লিঃ এর চেয়ারম্যান ডা. নাসিম আহমেদ, ‌বি‌শিষ্ট ব‌্যবসায়ী, সমাজ‌সেবক, ‌লন্ডন প্রবা‌সি বি‌শিষ্ট ব‌্যবসায়ী, সমাজ‌সেবক, ইউরোপীয় বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের প্রেসিডেন্ট সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এর চেয়ারম্যান ডক্টর ওয়ালী তছর উদ্দিন এমবিই, লন্ডন প্রবা‌সি বি‌শিষ্ট ব‌্যবসায়ী, এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল, লন্ডন প্রবা‌সি বি‌শিষ্ট ব‌্যবসায়ী, ভোজনবাড়ি রেস্টুরেন্ট ও সিলটেক এর প‌রিচালক শাহ কায়েস চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলর ফয়জুর রহমান, ব্রিটিশ কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, ইউরোপিও ইউনিয়ন পলিটিশিয়ান আবু সাইদ বেলাল, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলা‌দেশ এর প্রতিষ্ঠাতা আহবায়ক মো. শহিদুল ইসলাম, হোটেল নুরজাহান গ্র্যান্ডের ডিরেক্টর শাফি মোহাম্মদ নাহিয়ান, নেসকরপ শিপিং লাইনের শাহরিয়ার আজিজ, মীর শাখাওয়াত হোসেন, মামুনুর রশীদ, সুবিদবাজার প্রাইম ব্যাংকের ম্যানেজার হারুনুর রশীদ চৌধুরী, টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের এমডি মো. তাজুল ইসলাম, বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ টিচার জাফর জাহান, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্টধ শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ আ‌রো উপ‌স্থিত ছি‌লেন দেশ বি‌দে‌শের প্রতি‌নি‌ধি সহ বি‌শিষ্ট ব‌্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

আরও পড়ুন:  সাংবাদিক মেরে অনিয়ম ঢাকার চেষ্টা, দিলেন বন মামলার হুমকি

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top