বিলেতের আয়না ডেক্স :- সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সারোয়ার হোসেনের সাথে লন্ডনে বসবাস গোলাপগন্জ বাসীর সাথে মতবিনিময়।
সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেনের সাথে লন্ডনে বসবাসরত গোলাপগন্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে। দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয়েছে। এলাকার উন্নয়ন অগ্রগতি নিয়ে কথা হয়েছে। আমাদের এলাকায় সঠিকভাবে উন্নয়ন হয়নি। আজ পর্যন্ত বিয়ানীবাজার এবং গোলাপ গন্জ উপজেলায় মডেল মসজিদ হওয়ার কোন অগ্রগতি নেই, সুরমা এবং কুশিয়ারা নদীর উপর ব্রীজ তৈরী করার জন্য এলাকার দীর্ঘ দিনের দাবী সত্বেও বর্তমান এমপি দাবীর প্রতি কর্ণপাত করেননি।রাস্তা ঘাটের উন্নয়ন হয়নি। অন্যন্য এলাকায় যে ভাবে উন্নয়ন হয়েছে সেই রকম গোলাপগন্জ উপজেলায় ও বিয়ানীবাজার উপজেলায় সেই রকম উন্নয়ন হয়নি।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।তিনি বিগত দশ বছর ধরে এলাকায় কাজ করে চলছেন।নিজ উদ্যোগে এলাকায় সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন ।বিশেষ করে করোনাকালীন সময়ে ও বন্যার সময় অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু দুঃখের বিষয় এমপি মহোদয় এলাকায় মানুষের বিপদের সময় খোঁজে পাওয়া যায়নি। তিনি জনগণ থেকে দূরে ছিলেন।বর্তমান সরকারের ভিশন ২০৪১ সালেের মধ্যে স্মার্ট বাংলাদের গঠনের লক্ষ্যে কাজ করতে হবে। সেই লক্ষ্যেকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা আব্দুল মুনিম ক্যারল।কমিউনিটি নেতা দিলোয়র হোসেন। হেল্পিংহ্যান্ডসের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু।হাওয়া টিভি’র ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান শানুর।গোলাপ গন্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট এর সাবেক কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনী ।গোলাপগন্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাষ্টের কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ার্দার। সোস্যাল ট্রাষ্টের উপদেষ্টা আব্দুল বারী নাসির।সোস্যাল ট্রাষ্টের যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ মাসুম। সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু ।ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি তাওফিক আহমদ টিটু।সোস্যাল ট্রাষ্টের সংস্কৃতি সম্পাদক কামাল উদ্দিন।হেল্পিং হ্যান্ডেসের সদস্য আব্দুল কাদির।কমিউনিটি এক্টিভিটস হুমায়ূন কবির চৌধুরী একলিম। সৈয়দ ফাইজুল ইসলাম। হাওয়া টিভি’র ফাউন্ডার কিশোয়ার আনাম লিটন । প্রমূখ নেতৃবৃন্দ।