রাউজান হলদিয়ায় গোলামুর রহমান মাইজভান্ডারী ও বার আউলিয়ার স্মরণে ওরশ শরীফ অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- মোহাম্মদ রবিউল হোসেন রবি রাউজান প্রতিনিধি

রাউজান হলদিয়ায় গোলামুর রহমান মাইজভান্ডারী ও বার আউলিয়ার স্মরণে ওরশ শরীফ অনুষ্ঠিত

খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (বাবা ভান্ডারী) ও বার আউলিয়ার স্মরণে হলদিয়া ইউনিয়নস্থ পবিত্র অলির টিলায় ১৮তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। ৩ মাঘ ১৬ জানুয়ারি সোমবার দিনব্যাপী নানান কর্মসূচির মধ‍্যে দিয়ে বাবা ভান্ডারী ও বার আউলিয়ার আস্তানা পবিত্র অলির টিলায় মহাসমারোহে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কালু সওদাগর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এবং ওরশ শরীফ পরিচালনা কমিটির ব‍্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচির মধ‍্যে ছিল পবিত্র খতমে কোরআন,খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল ও তবরুক বিতরণ। পরে দেশ ও জাতির কল‍্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ‍্যমে ওরশ শরীফ সম্পন্ন হয়। ওরশ শরীফে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে মাইজভান্ডারী শাহজাদা সৈয়দ মোহাম্মদ রাজিবুল হাসান আল মাইজভান্ডারী, মোহাম্মদ আবুল কাশেম কালু ফকির, সাংবাদিক মাওলানা দিদারুল আলম, মাওলানা নুরুল হুদা। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ওরশ শরীফ পরিচালনা কমিটির মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাছির, মোহাম্মদ জামাল, মোহাম্মদ রফিক, মোহাম্মদ লোকমান, আবু বাবুর্চি, মোহাম্মদ ইউছুপ কন্টাক্টর, ইউনুচ কোম্পানি, মোহাম্মদ আহমদ ছাফা, মোহাম্মদ মানিক, রাশেদুল আলম, হাসান মানিক, কামাল উদ্দিন, সাইদুল ইসলাম, মোহাম্মদ করিম, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ আজম, মাওলানা মোহাম্মদ দিদার সহ কমিটির অন‍্যন‍্যা সদস্য ও এলাকাবাসী।

আরও পড়ুন:  বিএনপির ২৭ দফা রাজনৈতিক সংস্কারের চমকবাজীর আড়ালে যুদ্ধাপরাধী, খুনী, সাম্প্রদায়িক জঙ্গীবাদী সন্ত্রাসীদের হালাল ও তাদের সাথে রাজনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার কালো দলিল-জাসদ

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top