সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাঁই

বিলেতের আয়না ডেক্স :- সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাঁই

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) রাত ২টার দিকে ৭নং কুমিরা ইউনিয়ন এলাকার মছজিদ্দা মোল্লাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে অপরিকল্পিত কালভার্ট ও ভাঙ্গা রাস্তার কারণে পাঁচ মিনিটের জায়গায় ফায়ার সার্ভিস আসতে দীর্ঘ ৩০ মিনিট সময় লেগে যায়, ফলে তিনটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এতে করে আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।

এ ব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে সাথে সাথে রওনা করলেও ভাঙ্গা রাস্তা এবং অপরিকল্পিত কালভার্টের কারণে একটু বিলম্বিত হতে হয়। আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং এক ঘণ্টা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন:  বাংলাদেশের মধ্যে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী বিবিসির জরিপে ১০০ নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের গাড়ী আসার সময় প্রথমে কালভার্টে গাড়ীর চাকা আটকে পড়ে, ঐখান থেকে কিছু সামনে আসলে রাস্তা ভাঙ্গা থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ী দুর্ঘটনার শিকার হয়, পরে স্থানীয়দের সহযোগিতায় ঐখান থেকে গাড়ীটি উদ্ধার করা হয়। ফলে আগুন নিয়ন্ত্রণ করতে বিলম্ব ঘটে। তাই স্থানীয়দেন দাবি যেন দ্রুত ভাঙ্গা রাস্তা এবং অপরিকল্পিত কালভার্ট সংস্কার করা হয়

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top